Ind vs Ban test squad//বাংলাদেশের বিপক্ষে ভারতের দল ঘোষণা। প্রত্যাবর্তন ঋষভ পন্থের।

Ind vs Ban test squad//বাংলাদেশের বিপক্ষে ভারতের দল ঘোষণা। প্রত্যাবর্তন ঋষভ পন্থের।

কলকাতা : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের ১৬ জনের  দল ঘোষণা করেছে । রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারতীয় দল। পাকিস্তানকে ২.০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসে ভরপুর সেই বিষয়টিকে মাথায় রেখে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে । সিনিয়র প্লেয়ার প্রায় সবাই এই দলে আছে।

Image Source: Google

Ind vs ban test squad: ইন্ডিয়া বাংলাদেশ টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন ধ্রুব জুরেল এবং টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভ
পান্থের। তবে শ্রেয়াস আইয়ার দলে সুযোগ পাননি। আপাতত এই দল ঘোষণা করা হয়েছে, প্রথম টেস্ট ম্যাচের জন্য ।এছাড়া স্কোয়াডে চমক এক বাঁহাতি প্রেসার।

আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে। ম্যাচটি চেন্নাইয়ের মাটিতে অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট স্কোয়াডে নানা চমক রয়েছে। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে জাসপৃথ বুমরা শুধুমাত্র প্রথম ম্যাচ খেলবেন। দ্বিতীয় ম্যাচে হয়তো নাও খেলতে পারেন।২০২২ এর শেষের দিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরে, আইপিএল খেললেও রিশাব পান্থ দলে সুযোগ পাননি, বিশ্বকাপের স্কোয়াডে। পরে অবশ্য শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। এবার টেস্ট ক্রিকেটেও প্রত্যাবর্তন হলো রিশাব পান্তের। জোশ দয়ালের মত নতুন মুখও দেখা যাবে এছাড়া, আকাশদীপ যে দলিপ ট্রফিতে খুব ভালো বোলিং করেছে। তাকেও এই স্কোয়াডে রাখা হয়েছে।

এক নজরে দেখে নেয়া যাক ভারতীয় স্কোয়াড…..
রোহিত শর্মা(অধিনায়ক), জাসসভি জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, রিশাব পান্থ (উইকেট রক্ষক), ধ্রুব জুয়েল (উইকেট রক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার পাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জসপ্রীত বুমরাহ, যশ দয়াল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *