তৃণমূল ছাড়লেন জোহর সরকার আরজিকর কাণ্ডের প্রতিবাদে।

তৃণমূল ছাড়লেন জোহর সরকার আরজিকর কাণ্ডের প্রতিবাদে।

তৃণমূল ছাড়লেন জোহর সরকার আরজিকর কাণ্ডের প্রতিবাদে।

কলকাতা : তৃণমূল ছাড়লেন জোহর সরকার আরজিকর কাণ্ডের প্রতিবাদে। আর জি কর ঘটনার প্রতিবাদে জহর সরকার মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। এমনকি রাজনীতি ছাড়ার কথাও উল্লেখ করেছেন তিনি বর্তমানে রাজ্যের মানুষের জনজাগরণ ও বিচারের জন্য রাস্তায় নামা এমনকি রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত এইসব বিষয়ে তিনি সহমত হতে পারছেন না ।চিঠিতে তিনি এও বলেন “আমি আর সংসদ থাকতে চাই না। এবং এদেশে বা রাজ্যে দুর্নীতির বিষয়ে আমার যে প্রতিবাদ তাতে অনড় থাকবো”। শোনা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সভাপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন।

MAMTA AND JAHAR SARKAR SOURCE: GOOGLE

রাজ্যসভার তৃণমূলের এই সাংসদ তিন বছর আগে সাংসদ হয়েছিলেন । তিনি চিঠিতে প্রথম স্তবকে জানান “পশ্চিমবঙ্গে সাংসদ নির্বাচিত করে আপনি আমাকে অনেক সম্মানিত করেছেন “।এর আগেও জহর সরকার তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন ।যা নিয়ে সৌগত রায় ও অন্যান্য প্রবীণ সাংসদদের রোষের মুখে পড়েছিলেন।

আরজিকর ঘটনার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন । এই আন্দোলনের স্বতঃস্ফূর্ততা তাকে প্রভাবিত করেছে তিনি বলেন “মানুষের ক্ষোভের এই স্বতঃস্ফূর্ত কারণ দুর্নীতিগ্রস্থদের প্রশ্রয় দেওয়া। কোন সরকারের বিরুদ্ধে মানুষের এমন ক্ষোভ ও অনাস্থা আমি আগে দেখিনি”। তিনি মমতাকে চিঠিতে বলেন “আরজিকর কাণ্ডে আপনার সক্রিয় হস্তক্ষেপ আশা করেছিলাম ।এখন সরকার যে পদক্ষেপ নিচ্ছে খুবই সামান্য ,অনেক দেরি হয়ে গিয়েছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাজনীতির রং লাগানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *