অবিশ্বাস্য লিটন দাস!!!! বাংলাদেশ ২৬/৬ থেকে লিটন একা টেনে নিয়ে গেল বাংলাদেশকে।।।

 

অবিশ্বাস্য লিটন দাস!!!! বাংলাদেশ ২৬/৬ থেকে লিটন একা টেনে নিয়ে গেল বাংলাদেশকে।।।

দ্বিতীয় টেস্ট ম্যাচ: বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুটা পাকিস্তানের ব্যাটিং দিয়ে শুরু হল। পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রান সংগ্রহ করেছে। আইয়ুব ৫৮ অধিনায়ক সান মাসুদ ৫৭ এবং বাবর আজম ব্যক্তিগত ৩১ রান করেন। অন্যদিকে বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতে অনেকটা তাসের ঘরের মতো অবস্থা হয়ে যায়। একের পর এক উইকেট এর পতন হতে থাকে। তুই ওপেনার সম্পূর্ণ ব্যর্থ হন। দলের অধিনায়ক মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এমনকি গত ম্যাচের নায়ক মুশফিকও ৩ রানে ফেরত যান। এছাড়া বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান ও ব্যর্থ হলেন ক্রমাগত উইকেটের পতন হতে থাকে। মাত্র ২৬ রানের মাথায় ছটি উইকেটের পতন ঘটে। এমতাবস্থায় আসেন লিটন দাস তিনি এক অনবদ্য ইনিংস খেলেন। তিনি এবং মেহেদী হাসান মিরাজ দুজনে একটি সম্মানজনক স্কোর দাঁড় করায় ।তাদের দুজনের অবদানে দল ২৬২ রানে শেষ হয় প্রথম ইনিংস। লিটন দাসের তার চতুর্থ টেস্ট সেঞ্চুরি এই ইনিংসেই করেন। তার ব্যক্তিগত রান সংগ্রহ ১৩৮। অর্থাৎ বাংলাদেশ মাত্র ১২ রানে প্রথম ইনিংসে পিছিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *