bengali.newsybits.com

মনিপুরে ড্রোন হামলা। এতে কি বিদেশীদের হাত?? MANIPUR DRONE ATTACK…

মনিপুর : ভারতের উত্তর-পূর্বের একটি গুরুত্বপূর্ণ রাজ্য মনিপুর মনিপুরের পাশেই মায়ানমার। মনিপুরের পুরো সীমান্ত মায়ানমার দেশের সাথে। এবং মায়ানমারের উত্তরে চীন দেশ আছে। গত রবিবার দুপুর ২:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত
সাত ঘন্টা ধরে প্রায় ৫০ টি বোমা পড়ে বলে জানা যাচ্ছে। যার ফলে কয়েকজনের মৃত্যু হয় ও অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এছাড়া গত শুক্রবার শোনা যাচ্ছে রকেট হামলাও হয়েছে। এই ঘটনায় কেন্দ্র সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই হামলার কেউ দায় স্বীকার করেনি।

MANIPUR
Manipur drone attack

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে মায়ানমারে প্রচুর জঙ্গি সংগঠন সক্রিয় আছে। চীন ওই সংগঠনগুলিকে কাজে লাগিয়ে ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে। দক্ষিণ এশিয়ায় চীন নিজের আধিপত্য বজায় রাখার জন্য তাদের প্রধান প্রতিপক্ষ ভারতকে অভ্যন্তরীণ বিষয়ে ও সীমান্ত রক্ষার বিষয়ে অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে।
এদিন পুলিশ ওই ঘটনায় একাধিক আধুনিক অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। AK47 এর মতো আধুনিক অস্ত্রের যোগান কোথা থেকে, কারা দিচ্ছে তারও তদন্ত শুরু হয়েছে।।।

 

Exit mobile version