ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্ন তারকারা তারা তাদের মত প্রতিবাদ করেছেন। অরিজিৎ সিংও তার ব্যতিক্রম হয়নি। তিনি এক্স হ্যান্ডেল এ একাধিকবার আরজিকর কান্ডের বিরুদ্ধে সরব হয়েছে । প্রতিবাদস্বরূপ তিনি বিচার না পেলে রাস্তার নামার ব্যাপারেও বলেছেন।
বর্তমানে RG KAR Case: বর্তমানে সিবিআই আর জি কর কেসের তদন্ত করছে। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসা বাদ ও করছে । তার মধ্যে ধর্ষিতার বাবা-মায়ের চিন্তা আরও বাড়ছে। কারণ তাদের মনে হয় সব তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে বা গেছে । তারপরেও সিবিআই এর উপর ভরসা আছে বলে জানিয়েছেন।অরিজিৎ সিং এর পর এবার শ্রেয়া ঘোষালেরও প্রতিবাদ । বিস্তারিত নিম্নরূপ।
শ্রেয়া ঘোষালের প্রতিবাদ: ৯ ই আগস্ট আরজিকর ধর্ষণ খুন ঘটনার প্রতিবাদ দিকে দিকে ছড়িয়ে পড়েছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কলকাতার রাজপথে প্রতিদিন একাধিক মিছিল দেখা যাচ্ছে। প্রসঙ্গত বিখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালও প্রতিবাদ স্বরূপ তার কলকাতা কনসার্ট নামক অনুষ্ঠানটি পিছিয়ে দিয়েছেন। তিনি বলেন, “কলকাতার নিশংস ঘটনায় আমি শিউরে উঠেছি