আসল ঘটনা কি সঞ্জয় রায় বলে দেবে? এইভাবে ….

আর জি কর case,সঞ্জয় রায়

আর জি কর case: ৯ আগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের জল অনেকটা গড়িয়েছে। প্রথমদিকে পুলিশের মাধ্যমে সঞ্জয় রায়ের গ্রেপ্তার ও রাজ্যের কোনায় কোনায় ১৪ই আগস্ট রাত দখল কর্মসূচির পর সিবিআই এর তদন্তভার নেওয়া, সিবিআই এক সপ্তাহ ধরে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জেরা করে যাচ্ছে । তদন্ত এখনো শেষ হয়নি। তবে সিবিআই অত্যন্ত তৎপর এই বিষয়ে।

পলিগ্রাফ টেস্ট করে কি জানা যায়? পলিগ্রাফ টেস্ট সাধারণত করা হয়ে থাকে অভিযুক্ত তদন্তের সময় বা জেরা করার সময় যদি কোনো তথ্য বা কোন মিথ্যার আশ্রয় নিয়ে থাকে তাহলে তদন্তকারীরা এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তা অভিযুক্তরা সঠিক বলেছে বা সঠিক তথ্য দিচ্ছে কিনা এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে জানতে পারা যায়। অর্থাৎ ঐদিন রাতে কি হয়েছিল তা হয়তো জানা যেতে পারে এই টেস্টের মাধ্যমে ।

তাহলে কি সঞ্জয় রায় ওইদিনের আসল ঘটনাটা সিবিআই কে বলে দেবে ? রাজ্য তথা দেশ এমনকি সারা বিশ্বের মানুষ অপেক্ষায় আছে আসল দোষীদের শাস্তির জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *