আরজি কর মেডিক্যাল কলেজ :
আর জি কর মেডিকেল কলেজের রেপ মামলার তদন্তের দায়ভার গিয়ে পড়লো সিবিআই এর উপর । বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে পুলিশ যদি ১৮ই আগস্ট এর মধ্যে এই মামলার নিষ্পত্তি না করতে পারে। তবে এই মামলার সিবিআই এর হাতে তুলে দেয়া হবে। তবে গতকাল ১৩ই আগস্ট হাইকোর্ট এই মামলা সিবিআই এর হাতে তুলে দেয়। আর জি কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই ঘটনার পর ইস্তফা দিয়েছিলেন তবে পরে জানা যায় ওনাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ প্রিন্সিপাল বানিয়ে দেয়া হয় এই ঘটনা শোনা মাত্রই হাইকোর্ট আরজিকল রেপ মামলার দায়ভার তুলে দেয় সিবিআই এর কাছে। বাংলার টিএমসি সরকার এই ঘটনার পর বিরোধীদের তোপের মুখে পড়ে দেশ জুড়ে ডাক্তাররা এই ঘটনার নিন্দা করে এবং নবান্নে সামনে বিশাল ধিক্কার সবার আয়োজন করে। আজ বাংলার মতো রাজ্যে যদি এক ডাক্তারের রেপের মামলার সঠিক তদন্ত না হয় তবে সাধারণ মানুষ কোথায় যাবে তবে এখানেও সাধারণ মানুষের সমস্যার অবকাশ নেই। রাজ্যজুড়ে সমস্ত আউটডোরে চিকিৎসা বন্ধ রাখার আহ্বান দিয়েছে ডাক্তার কাউন্সিল হয়তো আজ সাধারণ মানুষের সচেতন হওয়ার সময় এসেছে। আজ কাঁচরাপাড়ায় মহিলাদের এক মিছিলের আহ্বান করা হয়েছে যেখানে মেয়েরা নিজেদের কর্তব্য পরায়নতার চূড়ান্ত দৃষ্টান্ত রেখে যাবে তাই সবাই একে একে এই মিছিলে যোগ দিন।